পরকীয়া জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী

গাজীপুরের শ্রীপুরে পরকীয়া সন্দেহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে। পরে তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার আনছার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। রুবেল স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজনদের অভিযোগ, নিহত মাহমুদা আক্তার মেঘনা গ্রুপের কারখানায় চাকরি করতেন। আর তিনি পরকীয়ায় জড়িত এমন সন্দেহ নিয়ে স্বামী রুবেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে রুবেল মোবাইল ফোনে জানায় মাহমুদা খুব অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে তারা মাহমুদার লাশ দেখতে পান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরীনা জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, রাতে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত রুবেলের সঙ্গে স্ত্রী মাহমুদার মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মাহমুদা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতাল থেকে নিহতের স্বামীকে রাতেই আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহত মাহমুদা আক্তারের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।