রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের গুলিতে রফিক নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া মোহাম্মদ রফিক (৩৫) ওই ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রফিক একটি রোহিঙ্গা সন্ত্রাসীগোষ্ঠীর সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক নিজের বসতঘরে অবস্থান করছিলেন। এসময় মুখোশ পরিহিত ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে বাইরে এনে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিক।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ তদন্তের পর জানা যাবে।