বিপিএলে আসছে শাকিব খানের দল!

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পরের মৌসুমের বিপিএল কবে অনুষ্ঠিত হবে সেটি এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বছরের শেষের দিকে টুর্নামেন্টটির আয়োজন করতে পারে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বিপিএলে পরিবর্তন আসছে ফ্র্যাঞ্চাইজির মালিকানায়ও।

জানা গেছে, ঢাকা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। যেটি ঢালিউড চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি। এরই মধ্যে নাকি সাইনিং মানি প্রদানসহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা এর আগেও কয়েকবার পরিবর্তন হয়েছে। ভিন্ন ভিন্ন মালিকদের অধীনে বিপিএলে খেলেছে দলটি। সবশেষ বিপিএলে ঢাকার দলটির নাম ছিল দুর্দান্ত ঢাকা। যার মালিকানায় ছিল নিউটেক্স গ্রুপ। এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছিল রুপা গ্রুপের কাছে। তখন দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস।

এদিকে, আয়ের ভাগের দাবিতে সবশেষ বিপিএল শুরুর আগেই দল না রাখার হুংকার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর তার দল না রাখার খবর জোড়ালোভাবেই এসেছে। নাফিসা কামালের বাবা আ হ ম মুস্তফা কামাল শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন।