বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আতংকে চসিকের দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে।এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতি’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাতে চট্টগ্রাম মহানগরীর কয়েক জায়গায় ‘ইচ্ছেকৃতভাবে’ সড়কবাতি বন্ধ রাখার অভিযোগ তদন্তে ‘তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার এ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। একইসঙ্গে চসিক মেয়রের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব গত মঙ্গলবার যে অব্যাহতি পত্র দেন তা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা টাইগারপাস চসিকের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী।

এদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুমার দাশকে বরখাস্ত করার পর চসিকের দুর্নীতিবাজ কর্মকর্তা -কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।