আনোয়ারা থানার সকল কার্যক্রম শুরু, জনমনে স্বস্থি

চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার সকাল থেকে পুরোদমে শুরু করতে দেখা গেছে আনোয়ারা থানা পুলিশের সকল কার্যক্রম।

এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে সারা দেশের ন্যায় আনোয়ারা থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি।

কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর আনোয়ারা থানার সকল অফিসার-কনস্টেবল থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন।

আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, সকল অফিসার ও কনস্টেবলরা থানায় ছিলেন। সারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতির ঘোষণা দেয়। পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকে আমরা আবারও পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি।

তিনি আরো বলেন, আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।