চট্টগ্রামে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে তালাবদ্ধ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় এলাকার একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০-৩২ বছর।  তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রেলওয়ে কলোনির ওই বাসা থেকে সোমবার সকালে পচা দুর্গন্ধ পেয়ে লোকজন পুলিশে খবর দেয়।  পরে খুলশী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্য থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহের চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করবে বলে জানান তিনি।

ঘরের মালিক ছেনোয়ারা বেগম জানান, গত মাসে সালাউদ্দিন নামে এক যুবক দুই বন্ধুসহ থাকার কথা বলে মাসিক দুই হাজার টাকায় ঘরটি ভাড়া নিয়েছিলেন।  ঘর ভাড়া নেওয়ার সময় সালাউদ্দিন নিজেকে মজুর হিসেবে পরিচয় দেন।  ঘর নেওয়ার পর তাদের একজন চলে যান।  তার জায়গায় নতুন আরেকজন এসেছেন বলে জানিয়েছিলেন সালাউদ্দিন।  কিন্তু ঘরের ভেতর পাওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

নগর পুলিশের (উত্তর) উপকমিশনার মোখলেসুর রহমান বলেন, ঘরটির মালিক ভাড়াটেদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেননি। পরিচয়পত্র থাকলে মরদেহের পরিচয় সহজে শনাক্ত করা যেত।

তিনি বলেন, পুলিশের বিভিন্ন বিভাগ বিষয়টির তদন্ত করছে, ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছি।