চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে ভুয়া সমন্বয়ক শরীফ আটক

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ থেকে মো. তানভীর শরীফ (২৮) নামে একজনকে আটক করে শিক্ষার্থীরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে ।

গতকাল শনিবার নগরীর নিউমার্কেট মোড়ে এই ভুয়া সমন্বয়ককে আটক করা হয়। আটক মো. তানভীর শরীফ নিজেকে চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেন। তিনি নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. হাসান জানান, তিনি দীর্ঘদিন সমন্বয়ক সেজে ছাত্রদের বিভিন্ন তথ্য পাচার করছিল। আজকে ছাত্রদের সমাবেশ মঞ্চে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা তাকে চ্যালেঞ্জ করি। তারপর তার ফেসবুক আইডি চেক করে দেখি, স্বৈরাচারের পক্ষে বিভিন্ন পোস্ট। তিনি নিজেও স্বীকার করেছেন, ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন তথ্য পাচার করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, ছাত্র আন্দোলনের বিজয়কে অনেক দুষ্কৃতকারী নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে এমন একজনকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।