চট্টগ্রাম নগরীর রাস্তা-ঘাট ও বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নেমেছেন নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিশিয়াল ফোরাম পিসিআইইউ ভলান্টিয়ার্স। ফোরামের বাইরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতস্ফূর্ত ভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের সকল রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তাদের। ফোরামটির সদস্যরা হাতে গ্লাভস পরে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, বেলচা দিয়ে সড়কের আবর্জনা বস্তায় ভরে সরিয়ে ফেলছেন। রাস্তার ও আশেপাশের দেওয়ালে জমে থাকা শেওলা ও পরিষ্কার করছেন তারা।
পিসিআইইউ ভলান্টিয়ার্সের লিডার ফাহমিদা কাদের নওরীন বলেন, এ দেশ এবং এ শহর আমাদের। শহরের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বও আমাদের। রাস্তা ঘাট পরিচ্ছন্ন থাকলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

পিসিআইইউ ভলান্টিয়ার্সের লিডার মোহাম্মদ আবদুল আহাদ বলেন, দীর্ঘদিন আন্দোলনের কারণে শহরের বিভিন্ন জায়গা ও সরকারি স্থাপনায় অনেক ময়লা-আবর্জনা জমা হয়েছে। তাই আমরা নিজেরাই এসব পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।
ফোরামটির এমন উদ্যোগের প্রশংসা করছেন পথচারীরা। একজন পথচারী বলেন, আমার ছোট ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আমার ছোট ভাই বোনেরা কাজ করছে। আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।