সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নেই সাংবাদিকরা!

সাতকানিয়া মৎস্য অধিদপ্তরের কাণ্ডে ক্ষোভ

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের জন্য দেশের সব মৎস্য অধিদপ্তরে সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়েছিল। তবে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান আয়োজন নিয়ে লুকোচুরি করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় মূলধারার কোনো গণমাধ্যমকর্মীদের ডাকা হয়নি। এমনকি বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন হলেও মূলধারার সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়নি বলেও অভিযোগ ওঠেছে।

একাধিক জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত যাবতীয় অনুষ্ঠানের দাওয়াত পেলেও এবার ব্যতিক্রম হয়েছে। যারা নিয়মিত মৎস বিষয়ক সংবাদ কভার করেন তারাও হতাশ হয়েছেন।

দ্য বাংলাদেশ টুডে’র সাংবাদিক রমজান আলী বলেন, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে অথচ সেখানে মূলধারার কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি।

সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দিন বলেন, লুকোচুরিতেই সাতকানিয়ায় জাতীয় মৎস সপ্তাহ পালন করা হয়েছে। যেখানে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করা হয়নি।

এছাড়াও সাতকানিয়ায় জাতীয় দৈনিকে কর্মরত আরো বেশ কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে সাতকানিয়া মৎস কর্মকর্তা জাকিয়া আবেদিন জানান, তিনি এখানে নতুন জয়েন করেছেন তাই সাংবাদিকদের সাথে যোগাযোগের নাম্বার না থাকায় সবাইকে দাওয়া দেয়া সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, মাইকিং ব্যানার পোষ্টার করে প্রচার করা হয়েছে আপনি চাইলে রেজুলেশন দেখতে পারেন।