ভারতের দায়িত্ব পেয়েই বাজিমাত করলেন সূর্যকুমার যাদব। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক হয়ে দেশকে ৪৩ রানের জয় এনে দিয়েছেন তিনি। ভারতকে দুর্দান্ত জয় এনে দেওয়ার ম্যাচে আবার কিংবদন্তি বিরাট কোহলির এক বিশ্বরেকর্ডও ছুঁয়েছেন সূর্য।
গতকাল শনিবার পাল্লেকেলেতে লংকানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন সূর্য। যেখানে ১৬তম বারের মতো টি-টোয়েন্টি ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হলেন তিনি। তার সমান ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কোহলিও। তবে সূর্য এই রেকর্ড কোহলি থেকে ৫৬ ম্যাচ কম খেলেই গড়েছেন।
কোহলির ১৬তম ম্যাচ সেরার রেকর্ড গড়তে সময় লেগেছে ১২৫ ইনিংস। তবে সেখানে ১৬তম ম্যাচ সেরার পুরস্কার জিততে সূর্য খেলেছেন মাত্র ৬৯ ইনিংস।
এদিকে কোহলি ও সূর্যের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ সেরা তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। তিনি এই পুরস্কার জিতেছেনর ১৫বার। আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা ও মালয়েশিয়ান ক্রিকেটার ভিরানদ্বিপ সিং ১৪ বার ম্যাচ সেরা হয়েছিলেন।