বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে কোরিয়ান ইউটিউবার দাউদ কিম, চাইলেন দোয়া

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং জনপ্রিয় ইউটিউবার কিম জায় হান। যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে, মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম।

বাংলাদেশেও বেশ জনপ্রিয় দাউদ কিম। তাই, চলমান কোটা আন্দোলন এবং এতে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা ১২টা ৯ মিনিটে একটি স্ট্যাটাস দেন দাউদ। যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লেখেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যে দোয়া করবেন (Pray for Bangladesh students)।’

এরপর ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি স্ট্যাটাস ও ভিডিও বার্তা দিয়েছেন দাউদ কিম। 
 
মঙ্গলবার সন্ধ্যায় দেয়া আরেক স্ট্যাটিাসে তিনি লেখেন, কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আমি তাদের (শিক্ষার্থীদের) পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না। সত্য কখনো মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন।এরপর একইদিনে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ। কিন্তু মিডিয়া এত চুপ কেন? আর পুলিশ এখন কি করছে? এটি লজ্জার, ওরা আপনার ভাই! আপনি যখন নিরপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন, তখন আপনি কোন ন্যায়বিচারের কথা বলছেন? যারা সহিংসতার মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াইকারীদের থামানোর চেষ্টা করছেন; তাদের (শিক্ষার্থীদের) ইচ্ছাকে কখনোই থামাতে পারবেন না। আল্লাহ তাদের পথচলা সহজ করুন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাদের অসীম গৌরব ও বিশ্রাম দিন… আমিন।