বাংলাদেশ সুপ্রিম পার্টির(বিএসপি) চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী বলেছেন, একবিংশ শতকে চতুর্থ শিল্পবিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, ইন্টারনেট অব থিংকস, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বৈপ্লবিক প্রযুক্তি আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও যুগোপযোগী সংস্কার প্রয়োজন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমড়ায় রহমানিয়া মইনীয়া সাইফিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষা পায়, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শিখে সেটি ভাবতে হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামের মহামানবদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমরা জোর দিতে চাই। সময়ের পরিবর্তনের সাথে দ্বীন প্রচার প্রসারেও দূরদর্শী চিন্তা জরুরি। সেদিকেই লক্ষ্য রেখে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানগুলো কাজ করবে।
এ সময় আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।