রামু মনিরঝিল ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনে হুইপ কমল

টানা বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্থ কক্সবাজারের রামু  রাজারকুল-মনিরঝিল সড়ক সংযোগ সেতু পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের  হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
১২ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে হুইপ কমলের বাসভবন ওসমান ভবন থেকে সরাসরি রামু কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তা ভাঙ্গন পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, জায়গাটি দুর্গম জনপদ ছিল,এখানে চলাচলের তেমন রাস্তা ছিল না,গতবছর আমরা অনেক কষ্ট করে রাস্তা সহ সেতু নির্মান করেছি।
 দুভার্গ্যবশত সেতুটি ভাঙ্গনের কবলে পড়ায়  রাজারকুল- মনিরঝিল দু’গ্রামের পাচঁ হাজারের অধিক মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ,আমরা প্রাথমিকভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি,সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি দ্রুত সংস্কার কাজ করার জন্য।
স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে হুইপ কমল বলেন,আপনারা ঝড়বৃষ্টি হলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা দ্রুত সময়ে নিরাপদ স্থানে আশ্রয়ন গ্রহন করবেন, যেকোন সমস্যায় আমাাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের প্রতি আমাদের তাৎক্ষণিক সেবা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে রামু উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মনজুর হাসান ভুঁইয়া, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম,কাউয়ারখোপের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ওসমান সরওয়ার মামুন,জহির উদ্দিন কোম্পানিসহ কাউয়ারখোপ ইউনিয়নের যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এদিকে ভাঙ্গনের পর মুহুর্তেই পরিদর্শন সংস্কার কাজ শুরু করায় হুইপ কমলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই এলাকার সহস্রাধিক বাসিন্দা।