ট্রলি ব্যাগে করে পাচার করার সময় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. হাফেজ উল্লাহ (৬৩)।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলি থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১৮৫ পিস উদ্ধার করা হয়। হাফেজ কক্সবাজার টেকনাফের ডেইল পাড়ার মৃত তমিম গোলালের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, কক্সবাজার থেকে বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্য পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সবধরণের যানবাহনে তল্লাশি চালানো হয়। একটি বাসে তল্লাশির সময় গ্রেফতার আসামী কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তিতে বাসের লাগেজ বক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। লাগেজের ভিতর পরনের কাপড়ের সাথে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
ইয়াবাসহ গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।