হাথুরু আসায় বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে: রঙ্গনা হেরাথ

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে প্রায় দুই বছর ধরে কাজ করছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।  এতোদিন হেড কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। এবার এই দায়িত্ব নিচ্ছেন হেরাথের স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে।  তার অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে লঙ্কান স্পিনারের।  তিন ফরম্যাটের হেড কোচের দায়িত্ব নিতে শিগগিরই বাংলাদেশে আসবেন হাথুরু।  ইংল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু করবেন তিনি। তার আসা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।  হেরাথ অবশ্য বলছেন, বাংলাদেশের ক্রিকেট হবে উপকৃত।
রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে।  ওই সময় ভালো করেছে, সাফল্যও পেয়েছে।  আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি।  তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। ’

হাথুরুসিংহের সময়ের খারাপ ব্যাপারগুলোর একটি বলা হয় দল নির্বাচনে হস্তক্ষেপ করাকে।  আনুষ্ঠানিকভাবেও নির্বাচকের ভূমিকায় ছিলেন হেড কোচ থাকাকালীন। এ নিয়ে হাথুরুর সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘আসলে সিলেকশন নয়, পরিকল্পনা সাজানো নিয়ে কথা হয়েছে। ’
নির্বাচন প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা থাকবে কি না? এমন প্রশ্নে হাথুরু বলেছেন, ‘দল বাছাইয়ের জন্য তাদের খুব ভালো নির্বাচক প্যানেল আছে।  এই মুহূর্তে সিলেকশন নিয়ে আমার কোনো ধারণা নেই।  আশা করি সামনের কয়েকদিনে আমরা একসঙ্গে হবো।  বিসিবি বা নির্বাচকদের মধ্য থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স, বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো। ’