কক্সবাজারের টেকনাফ থেকে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস উদ্ধার করা হয়। মাদকগুলো সুতার জালের ভিতর পলিথিনে মোড়া ছিল। উদ্ধারকৃত আইসগুলোর আনুমানিক মূল্য ছয় কোটি ছিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার টাকা বলে জানানো হয়।
তিনি বলেন, উদ্ধার করা মাদকগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।