বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল পৃথক পৃথক ৩টি ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও নবাগত এফসি ফর্টিস নিজ নিজ খেলায় জয় পেয়েছে। এছাড়া অন্য এক ম্যাচে শেখ রাসেল ১-১ গোলে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এফসি ফর্টিসের বোরহান উদ্দিন, মজিবর রহমান, আমির উদ্দিন শরিফী ও দানিলো কুইপার এবং মোহামেডানের মিনহাজুল আবেদীন, সুলেমানে দিয়াবাতে ও আরিফ হোসেন গোল করেন।
চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায়।
প্রিমিয়ার লিগে মোহামেডান ৯ ম্যাচে পঞ্চম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। ফর্টিস সমান ম্যাচে দ্বিতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। শেখ রাসেল ১৪, রহমতগঞ্জ ৯, চট্টগ্রাম আবাহনী ৭ ও এফসি উত্তরা ২ পয়েন্ট নিয়ে আছে।