প্রথম বিভাগ ক্রিকেট লিগে নওজোয়ান ক্লাবের জয়

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেটে ৪৩ রানের জয়ে পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ১৬৩ রানে অলআউট হয়।

জবাবে কোয়ালিটি স্পোর্টস ৪৪.৪ ওভারে ১২০ রানে সবকটি উইকেট হারায়। আজকের খেলায় রেলওয়ে এসএ ও নিমতলা লায়ন্স ক্লাব মুখোমুখি হবে।

আগ্রাবাদ নওজোয়ান ক্লাব : ১৬৩/১০/৪৯.২ ওভার: সাফায়েত ইফতি ৩৭, শওকত হোসেন ২৮, শরীফ আহমেদ বাবু ২৭, তানভীর হোসেন ২৬, ইমরান বিন অয়ন ১৭ ও রেজাউল ইসলাম ১০, অতিরিক্ত ৯/ বোলিং : জোনায়েদ বিন মোস্তফা ৪/২০, সোহেল রানা ২/১৬, ফয়সাল সরকার ২/২৮ ও মোহাম্মদ জসীম ১/২৬।

কোয়ালিটি স্পোর্টস: ১২০/১০/৪৪.৪ ওভার: মেহেদি ৪৬, মেহেরাজ উদ্দিন ৩৩, ফয়সাল সরকার ১৯, অতিরিক্ত ২/ বোলিং : ইমরান বিন অয়ন ৪/১৫, ওসমান গনি ৪/২৯ ও আরিফুর আসিফ ১/২১।