সীতাকুণ্ডে বাস উল্টে নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত আরও তিন জনকে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানী (৪৯)।

 

আব্দুর রাজ্জাক বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে আসার পর এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং তিনজনকে চমেক হাসপাতালে পাঠিয়েছি। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাসটি ওভারটেক করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়।