পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মো. ইকবাল হোসাইন (৩৮)।
ঈদুল ফিতর, ঈদুল আজহা দুটি ঈদ হাসপাতালে কাটিয়ে না ফেরার পথে পাড়ি জমিয়েছেন এ প্রবাসী।
শুক্রবার (২৮ জুন) সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইকবাল রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সুলতান মেম্বারের ছেলে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের শেখ জাহেদ রোডে আল মারসা স্ট্রীট মেরিনা মলের সামনে কার দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দুইমাস আইসিওতে থাকার পর ইকবাল মৃত্যুরকোলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান।