চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল আহমদ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল আহমদ চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে খান বটতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মকবুল আহমদ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মকবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।