রাঙামাটির কাউখালীতে ইটবোঝাই চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রানিরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজার এলাকার আব্দুল বাতেনের ছেলে।
আহতরা হলেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি (২৪), ব্যবসায়ী সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার বেছন আলীর ছেলে মো. আজিম ও কক্সবাজারের রামু উপজেলার ফারুক আহমেদের ছেলে এলাহী বকস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথায় চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চাঁদের গাড়ির চালক রমজান (২৭) দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যান। তার বাড়ি কাউখালীর বেতছড়ি এলাকায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহতাবস্থায় ছয় জনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে পথেই মো. মাসুদ মারা যান। তাছাড়া পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথায় চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ঘাতক চাঁদের গাড়ির চালক পালিয়ে গেছেন।