গাজীপুরে স্বামীর ঔষধের দোকান থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় স্বামীর তালাবদ্ধ ঔষধের দোকান থেকে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামালের মার্কেটের একটি ঔষধের দোকান থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত রেহেনা আক্তার (২৭) যশোর জেলার সদরের মোঃ কিবরিয়ার স্ত্রী।  তাদের বাড়ি যশোর জেলা সদরে বলে জানিয়েছে পুলিশ। মার্কেট মালিক মোস্তফা কামাল জানান, এই দোকানে ঔষধ বিক্রির পাশাপাশি মোবাইলে রিচার্জের ব্যবসাও করা হতো। প্রতিদিনই দোকান খোলা থাকত। শুক্রবার সারা দিন ফার্মেসি বন্ধ থাকায় অনেক মানুষ দোকান থেকে প্রয়োজনীয় ঔষধ ও মোবাইল ফোনে রিচার্জ করতে এসে ফিরে যায়।
স্থানীয়রা জানায়, বিষয়টি সন্দেহ হওয়ায় শাটারের ফাঁক দিয়ে লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে নারীর গলা কাটা লাশ উদ্ধার করে। জানা যায়, স্বামী-স্ত্রী দুজনেই ফার্মেসির ভেতরেই থাকতেন।  এখানেই রান্না করে খেতেন।  তিন দিন যাবৎ স্ত্রী এখানে আসেন।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহের পাশ থেকে একটি ধারাল বটি উদ্ধার করা হয়।  ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার করে স্বামী পালিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।