চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় ১২ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, চসিকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার কক্ষ নম্বর-৪১০-এ প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালায় ঠিকাদাররা। হামলাকারীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইনের ধারা ৬৪ (৫), পাবলিক প্রকিউরমেন্ট বিধি ১২৭(১) ক ও ১২৭(২) ঘ মতে এই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো।
কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ঠিকাদার মুহাম্মদ সাহাব উদ্দিনের মালিকানাধীন মেসার্স মাহমুদা বিল্ডার্স ও মেসার্স এস জে ট্রেডাস, সঞ্জয় ভৌমিকের মেসার্স বাংলাদেশ ট্রেডার্স, মোহাম্মদ ফেরদৌসের মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, সুভাষ মজুমদারের মেসার্স জয় ট্রেডার্স, মো. হাবিব উল্লা খানের মেসার্স খান করপোরেশন, মো নাজিম উদ্দীনের মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্স, মো. নাজমুল হোসেনের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, মো. ইউসুফের মেসার্স ইফতেখার অ্যান্ড ব্রাদার্স, আশীষ কুমার দে এবং হ্যাপী দের যৌথ মালিকানাধীন মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজ, আলমগীরের মেসার্স তানজিল এন্টারপ্রাইজ।