নেশার টাকার জন্য পাষণ্ড ছেলে বটি দিয়ে কুপিয়ে মারল মাকে

নেশার টাকার জন্য বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে কলেজ পড়ুয়া এক পাষণ্ড ছেলে।

রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রিনা আক্তার (৪৭)। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ওমর ফারুক সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। সে নেশায় আসক্ত ছিল। রোববার রাত ১০টার দিকে তার মায়ের কাছে নেশা টাকা চায় ওমর ফারুক। তার মা টাকা দিতে আপত্তি জানালে রান্না ঘর থেকে বটি এনে মাকে কুপিয়ে জখম করে সে। এতে ঘটনাস্থলেই মা রিনা আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) নিহাত আদনান তাইয়ান বলেন, নেশায় আসক্ত ওমর ফারুক প্রায় নেশার টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। রোববার রাতেও বাসায় এসে মায়ের কাছে টাকা চায়। টাকা দিতে মা আপত্তি জানালে রান্না ঘরে বটি দিয়ে মাকে কোপাতে থাকে। যার ফলে তার মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই মা রিনা আক্তারের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ চটগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। এ নিয়ে পাহাড়তলী থানায় মামলা হচ্ছে।