বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি)’র উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব সদস্যদের জন্য তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালা গতকাল রোববার প্রেসক্লাবের এস রহমান হলে সম্পন্ন হয়েছে ।
পিআইবি’র চেয়ারম্যান মোঃ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।
কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার, টিভি ব্যক্তিত্ব জুলফিকার আলী মানিক, চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক মাসরুর জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ রিপন, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
সভাপতির বক্তব্যে পিআইবি’র চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, নিউজ কেউ কাউকে দেয় না। আহরণ করতে হয়। অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার মাধ্যমে সাংবাদিকরা ভালো রিপোর্ট করতে পারবেন।পরে পিআইবি’র চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।