আন্তঃ কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন নজির আহমদ কলেজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মাস্টার নজির আহমদ কলেজ।

ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মাস্টার নজির আহমদ কলেজ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বাঁশখালী ডিগ্রী কলেজকে হারায় তারা। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ৩ (তিন) মিনিটে ফরহাদের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়ন দলটি। দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে আত্মঘাতি গোলে সমতা আসলে ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়।

টুর্নামেন্টের সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাস্টার নজির আহমদ কলেজের খেলোয়াড় ফরহাদ। খেলা শেষে চ্যাম্পিয় ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি আনম শাহদাত আলম।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, নির্বাহী সদস্য বিটুরাজ বড়ুয়া, মোঃ লোকমান, অধ্যাপক তুষার ভারতী, কালীপুর ইউপি সদস্য মোস্তফা প্রমুখ।