প্রেসিডেন্ট রাইসি-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।

সোমবার (২০ মে) স্থানীয় সময় সকাল ৭টা ২১ মিনিটে তারা বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ আরও সাতজনের সন্ধান পাওয়া-না পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পরে জানানো হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই।

হেলিকপ্টারটিতে থাকা ইব্রাহিম রাইসি, হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমসহ অন্য যাত্রীরাও নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। তার মধ্যে দুইটি নিরাপদে ফিরতে পারে। আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি অস্বাভাবিক অবতরণ (হার্ড ল্যান্ডিং) করে। ল্যান্ডিংয়ের স্থানটি ছিল দিজমার যেখানে বন ও পাহাড়ে ঘেরা। এছাড়া ঘন কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় অনেকটা সময় লেগে যায়।

আল জাজিরা জানায়, ইব্রাহিম রাইসি একদিন আগেই দেশ পার্শ্ববর্তী আজারবাইজানে গিয়েছিলেন। তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করতে যান।