সীতাকুণ্ডে নারী শ্রমিককে ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিন চৌধুরী (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার রবিন  উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।  অপরদিকে আক্রান্ত নারীর বাড়ি নোয়াখালী জেলায়।  তিনি স্বামীর সঙ্গে সীতাকুণ্ড উপজেলায় ভাড়া বাসায় থাকেন।  স্বামী-স্ত্রী সেখানে একটি সূতার কারখানায় চাকরি করেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে রোববার রাতে সীতাকুণ্ড থানায় রবিন চৌধুরীসহ তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। রোববার রাত তিনটার দিকে রবিনকে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়,  শনিবার রাত ১০টার দিকে ইউপি সদস্য রবিন চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে স্বামী-স্ত্রী কর্মস্থলে যাচ্ছিলেন।  মদ্যপ অবস্থায় রবিনসহ ৪-৫ জন লোক তাদের গতিরোধ করে কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।  সেখানে প্রথমে তাদের মারধর করা হয়।  পরে স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে রবিন চৌধুরী।  রবিন ও তার সহযোগীরা চলে যাবার পর ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।  এরপর আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।