চট্টগ্রামে চারদিনব্যাপী শহীদ শেখ আবু নাসের জাতীয় টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে পর্দা উম্মোচন হয়েছে। উদ্বোধনের প্রথম দিন স্বাগতিক শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী খুলনা বিভাগকে ৫৮ রানে হারিয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগ। দিনের দ্বিতীয় খেলায় শহীদ এএইচএম কামরুজ্জামান রাজশাহী বিভাগকে ৮ উইকেটে হারিয়ে জয় পেয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ ঢাকা বিভাগ।
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্ট উদ্বোধনের পর সাড়ে নয়টায় চট্টগ্রাম ও খুলনার মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়। তাতে আগে ব্যাট করে চট্টগ্রাম কার্টেল ১৫ ওভারে ৮ উইকেট এবং ১৪৯ রান সংগ্রহ করে। সালমান ৩৫ বলে ৫৯ রান করার পর বল হাতে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট লাভ করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। মূলত, সালমানের নিয়ন্ত্রিত বোলিংয়েই খুলনা ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রানে গুটিয়ে যায়। ইসরাফিল ২৯ রান করেন। বি-১ ক্যাটাগরির জিলান ২০ বলে খেলেন ২৪ রানের ইনিংস। দিনের দ্বিতীয় ম্যাচটিতে রাজশাহী টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৩.৫ ওভারে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। জবাবে ঢাকা ৭.২ ওভারে ২ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। আরিফ ২২ বলে ২২ রান করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
চট্টগ্রামের সালমানের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিবিসিসির প্রধান প্রশিক্ষক সানোয়ার আহমেদ। ঢাকার আরিফ হোসেনকে পুরস্কৃত করেন ভেন্যু চেয়ারম্যান এসএম জমির উদ্দিন। ম্যাচ সেরা দ্বয় ক্রেস্ট ছাড়াও নগদ ১ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন।

এর আগে সকালে চারদিনের টুর্নামেন্টটির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিবিসিসি সিনিয়র সহ-সভাপতি ও সিইও এবং সিজেকেএস সাবেক সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন বিবিসিসি’র চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান ও টুর্র্নামেন্ট ভেন্যু চেয়ারম্যান এসএম জমির উদ্দিন, টুর্নামেন্টের সমন্বয়কারী মো. সাহাব উদ্দীন হাসান বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের সাহসীকতার প্রশংসা করে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবলে অন্যদের শিক্ষা গ্রহণে আহ্বান জানান। টুর্নামেন্ট উদ্বোধনকালে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক আ জ ম নাছির উদ্দীন চার বিভাগীয় দলের আয়োজন মাঠে নামানোয় ভূয়সী প্রশংসা করেন বিবিসিসি’র চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর। তিনি দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের দৃঢ় মনোবলের প্রশংসা করে সম্ভাব্য সুচিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে সভাপতির বক্তব্যে লায়ন দিদারুল আলম চৌধুরী সার্বিক সহযোগিতার জন্য আ জ ম নাছির উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্রিকেটারদের সম্ভাব্য সেরাটুকু উজাড় করে খেলার আহ্বান জানান।
এ সময় ভেন্যু চেয়ারম্যান ও দৈনিক দেশ বর্তমান সম্পাদক এস এম জমির উদ্দিন বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের আসল লক্ষ্য আগামী চতুর্থ টি২০ তে চ্যাম্পিয়ন হওয়া। আশা করি আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের মাধ্যমে উন্নতিসাধন ও প্রশিক্ষণ নিয়ে আগামীতে আরও ভালো করবে। আমি ব্লাইন্ড ক্রিকেট দলকে এগিয়ে নিতে সবসময় কাজ করব। যাতে তারা একটা ভরসার জায়গায় নিশ্চিত হতে পারে এবং ব্লাইন্ড ক্রিকেটকে বাংলাদেশের হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে ধরতে পারে।