টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১০ মে) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত চেয়ে মোনাজাতে অংশ নেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ব্যক্তিগত সফরে শুক্রবার সকালে পদ্মা সেতু পার হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছান। আজ বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।