চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ই মে) চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ শে এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পদুয়া বাজারে এনকে সিটির (নিজস্ব মার্কেটের) সামনে একটি ফুডকোর্ট নির্মাণকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনের নেতৃত্বে ১০/১২জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে ৫লক্ষ টাকা চাঁদার দাবীতে নুর উদ্দীন হাসান বাবলু নামে এক ব্যক্তিকে মারধর করাসহ নির্মাণাধীন ফুডকোর্ট ভাংচুর এবং একই সাথে দোকানের পাশে তাদের বিল্ডিং’এ অনাধিকার প্রবেশ পূর্বক নারী পুরুষ সবাইকে বেড়ধক পিটিয়ে রক্তাক্ত জখম এবং নারীদের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে ঘটনায় আহত নুর উদ্দীন হাসান বাবলু নামে ওই ব্যক্তি ২৯শে এপ্রিল লোহাগাড়া থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী নুর উদ্দীন হাসান বাবলু জানান, আমার পৈতৃক মার্কেটের সামনে আমি একটা ফুডকোর্টের দোকান খুলতে চাইলে জহিরসহ সাঙ্গপাঙ্গরা এসে ৫লক্ষ টাকা চাঁদাদাবি করেন এবং আমার বসত বাড়িতে ঢুকে তারা আমার মা আর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে। তাই আমি সাবেক চেয়ারম্যান জহিরসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এদিকে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে সাবেক চেয়ারম্যান জহিরসহ কয়েকজনের বিরুদ্ধে বাবলু নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।