সম্প্রতি প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেফতার আলোচিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ এ থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষসহ আশ্রমে থাকাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে দেশ-বিদেশে অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিকতার স্বাক্ষর রাখা চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার গোলাম আলী নাজির বাড়িতে প্রতিষ্ঠিত ‘আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশন’ নামে মানবিক প্রতিষ্ঠানটি। এই ফাউন্ডেশনে অর্থায়নে মিল্টনের আশ্রমে থাকা নারী-পুুরুষ ও শিশুসহ ২১২ জন ব্যক্তির সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন বলে দেশ বর্তমানকে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
এর আগে গতকাল সোমবার দুপুুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার হওয়া মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের আশ্রিতদের সব রকমের সেবার দায়িত্ব দেওয়া হয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে। এই ফাউন্ডেশন মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের সেবা প্রদান করবে।
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে বর্তমানে ১৫৭ জন নারী-পুরুষ ও শিশু আশ্রিত রয়েছেন। স্টাফ আছেন ৫৫ জন। যার মধ্যে মিরপুর শাখায় আশ্রিত নারী-পুরুষ ১৯ জন, শিশু ৫ জন এবং কর্মরত স্টাফ ১৫ জন। সাভারে নারী-পুরুষ ১০৫ জন, শিশু ২৮ জন এবং কর্মরত স্টাফ ৪০ জন। আশ্রিত নারী-পুরুষ, শিশুসহ স্টাফ ২১২ জনের থাকা, খাওয়া ও চিকিৎসার সাময়িক দায়িত্ব পালন করবেন আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গতকাল সোমবার সন্ধ্যায় দৈনিক দেশ বর্তমানকে বলেন, ‘এই আশ্রমের সমস্যা হওয়ার পর মিডিয়া থেকে জেনেছি বয়োবৃদ্ধরা যেখানে খিচুরী খাওয়ার কথা সেখানে চা-মুড়ি খাচ্ছিলেন, যেটা দেখে ব্যতিত হই। একই সাথে ডিবি প্রধান হারুন স্যার এই বিষয়ে খুবই আন্তরিক। ওঁনার সহযোগিতা ও আমাদের আগ্রহেই আজকে এই মানবিক দায়িত্ব নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন অসহায় ১৫৭ জনের সেবা শ্রুশুষা এবং আন্তরিকতা ও দায়িত্বশীলতার জায়গা থেকে এই মানবিক গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে পারি।
এছাড়া গতকাল ডিবি প্রধান হারুন আরও বলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার গ্রেফতার ও রিমান্ডে থাকায় আশ্রমে আশ্রিতদের দেখভালের জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসকসহ সমস্ত সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এতে যা খরচ হবে সেই খরচ বহন করবেন তারা। সাময়িক এই দায়িত্ব ফাউন্ডেশনটি মিল্টনের আশ্রমেই থেকে করবে।
উল্লেখ্য, চট্টগ্রামের এক নীরব দানবীর ছিলেন মরহুম আলহাজ্ব মুহাম্মদ শামসুল হক। এতিম-অসহায়দের প্রতি ভালবাসায় যার অন্তর ছিল পরিপূর্ণ। বহু স্কুল, মাদ্রাসা মসজিদের প্রাণ প্রতিষ্ঠাতা তিনি। নিরলস এই সমাজ সেবকের নামেই নামকরণ করা হয় ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’। এটি বাংলাদেশ সরকারসহ বিশে^র বিভিন্ন দেশ থেকে মানবিক সংগঠন হিসাবে নিবন্ধনকৃত। সংগঠনটি লঙ্গর খানা প্রতিষ্ঠা করে ক্ষুধার্তদের মাঝে বিনামূল্যে খাবার, সল্পমূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, রাস্তায় শ্রমিক-রিকশা চালক ও সুবিধাবঞ্চিতদের এক প্লেট আহার কর্মসূচি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া সারাদেশে মানবিক কাজের পাশাপাশি সুদূর ফিলিস্তিনের গাজায় খাদ্য সামগ্রী পাঠিয়ে ইতোমধ্যে মুসলিম সমাজে ব্যাপক প্রশংসিত হয়ে উঠে সংগঠনটি।
প্রসঙ্গত, গত ১ মে রাজধানীর মিরপুরে দক্ষিণ পাইকপাড়া এলাকা থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানবপাচার, জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে তিন মামলা হয়েছে। বর্তমানে মিল্টন সমাদ্দার রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাদক সেবন করে আশ্রমে থাকা বৃদ্ধদের নানা উছিলায় মারধর ও ডাক্তার ছাড়া পৈশাচিকভাবে ব্লেড ছুরি ব্যবহার করে হাত-পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ কাটার কথা স্বীকার করেছেন বলে জানা গোয়েন্দা পুলিশ।