চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বহুল আলোচিত রাজিয়া বেগম হত্যাকাণ্ডের ২১ দিন পর মামলার ৬ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে এই ৫ জনকে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মাদার্শার ২নং ওয়ার্ডের রূপনগর এলাকার সাহাব মিয়া,ও সাহাব মিয়ার স্ত্রী শাহিন আক্তার, সাহাব মিয়ার কন্যা শারমিন আক্তার এবং ছেলে মঞ্জুর এবং মামলার ১নং আসামি এওচিয়ার ঢাংগিরি পাড়ার মো:ফারুক, যিনি রূপনগর এলাকার সাহাব মিয়ার জামাতা।
জানা যায়, সাতকানিয়া উপজেলার মাদার্শার ২নং ওয়ার্ডের রূপনগর এলাকার সাহাব মিয়াদের সাথে নিহত রাজিয়া বেগমদের চলাচলের একটি ছোট পথ নিয়ে বিরোধ চলে আসছিল, তারই আলোকে গত ১৬ই এপ্রিল সন্ধ্যা ৭.৩০ এর নাগাদ উভয় পক্ষের মধ্যে ঝামেলা হলে প্রতিপক্ষের দা’র কোপে গুরুতর আঘাত হন রাজিয়া বেগম, রাজিয়া বেগম চমেক এ ৪দিন চিকিৎসাবস্থায় তার মৃত্যু হলে পরে মামলাটি সাতকানিয়া থানায় হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। আর ওই মামলার রেকর্ডের পর থেকে পলাতক ছিলো আসামিরা।
নিহত রাজিয়া বেগমের ভাই মাদার্শার ইউপি সদস্য আবুল হাসেম বলেন, আমার বোনের হত্যাকারীদের ধরতে সাতকানিয়া থানার এসআই আলাউদ্দিন সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেন তার কারণেই মূলত আসামিরা আইনের হেফাজতে আসতে বাধ্য হয়েছে।
এদিকে আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার এসআই আলাউদ্দিন বলেন, অনেক কৌশলে এবং গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যার এবং সার্কেল স্যারের নেতৃত্ব তাদের ধরতে আমরা সক্ষম হই।
এদিকে নিহতের মেয়ে নুরুন্নাহার নুরজাহান গ্রেফতারের বিষয়ে বলেন, তাদের মায়ের মাথা দুই ভাগ হয়ে যাওয়াতেই খুলি ফেটে অতিরিক্ত রক্তক্ষরণেই তখন মৃত্য হয়। সাহাব মিয়ার মেয়ের জামাই মামলার ১নং আসামী ফারুকের আঘাতেই মূলত রাজিয়া বেগমের মৃত্যুর কারণ বলে এক ভিডিও বক্তব্যে তারা প্রতিবেদককে জানান।