গাজীপুর সদর প্রেসক্লাব উদ্যোগে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিব উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গাজীপুর সদর প্রেস ক্লাব আলোচনা সভা কর্মসূচি পালন করেছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (৩ মে) বিকেলে গাজীপুর সদর প্রেস ক্লাব উদ্যোগে সদর প্রেস ক্লাব এর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মোঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন- মোঃ হাফিজুর রহমান, দৈনিক মুক্ত কাগজ সম্পাদক ও প্রকাশক,হারুন অর রশীদ, দৈনিক গণতদন্ত বিশেষ প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক ঢাকারটাইম চীফ রিপোর্টার স্টাফ রিপোর্টার মামুন হোসেন এবং খাদিজা, লিজা এবং আরো অনেক পিন্ট মিডিয়া এব্ং অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গ্রামীণ সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।