ছড়া-খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছড়া-খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ হাছান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত ছড়া-খালটির ওপর সম্প্রতি তিনি পাকা দেয়াল নির্মাণ করছেন।

শনিবার (২৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোশাই পাড়া এলাকার পাশ দিয়ে ঘেঁষে যাওয়া ছড়া-খালটির ওপর পিলার বসিয়ে নির্মিত হচ্ছে পাকা স্থাপনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা বলছেন, ছড়া-খালটির ‍ওপর পিলার বসানোর কারণে পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি হবে। চাষাবাদের জমি, পাহাড় ও ঘরবাড়ির পানি খালটি দিয়ে অতিবাহিত হয়। কিন্তু হাছান নামের ওই ব্যক্তি পুরোপুরি খাল বন্ধ করে স্থাপনা নির্মাণ করছেন। ফলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে।

অভিযুক্ত হাছান বলেন, আমার খতিয়ান ভুক্ত জায়গায় পাকা স্থাপনা করছি। যদি প্রমাণিত হয় ছড়া-খাল কিংবা খাস জমির ওপর আমার নির্মাণ কাজ চলছে তাহলে স্ব-উদ্যোগে ভেঙে ফেলব এবং আমাকে যে শাস্তি দেওয়া হবে মেনে নেব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন বলেন, ছড়া-খালের ওপর স্থাপনা দেখে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছি। খালের অংশটি খাস জমি কিংবা ব্যক্তিগত জমি যেটিই হোকনা কেন, স্থাপনাকারী কোনভাবেই ছড়া-খাল বন্ধ করে নির্মাণ কাজ করতে পারবে না।