জন্ম নিবন্ধন সার্ভারের আইডি পাসওয়ার্ড হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরির সহযোগিতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের জেলা পুলিশ। বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার কায়কখালী পাড়ার ৩ নং ওয়ার্ডের ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ আরিফ (২৭), একই জেলার ঈদগাঁও এলাকার নবী হোসেনের পুত্র মো: জসিম উদ্দিন (৩০) ও কুমিল্লার চান্দিনা থানার গল্লাই এলাকার আবু তাহেরের পুত্র মোহাম্মদ তারেক (২৯)।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ জানান, চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্মনিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে একটি চক্র রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি এবং এবং পাসপোর্ট পেতে সহায়তা করে আসছিল। মো: আরিফ তার বোন পরিচয় দিয়ে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ার আবুল হাসেমের মেয়ে আফরোজা আক্তারের পাসপোর্ট আবেদনের ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত অফিসারের কাছে উপস্থাপন করতে গেলে ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের পাসপোর্টের আবেদনের বিষয়টি নজরে। ওই পাসপোর্ট আবেদন ফরমে প্রদত্ত স্থায়ী বর্তমান ও ঠিকানা ঠিক ছিলো না।
এ ঘটনার সূত্র ধরে প্রথমে আরিফকে আটক করা হয়। সে জিজ্ঞাসাবাদে ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট করে দেওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে পুলিশ জসিম উদ্দিন ও তারেককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মোবাইল ফোনে রক্ষিত ভুয়া জন্মনিবন্ধন সনদের পিডিএফ ও ছবি উদ্ধার কওে পুলিশ।