নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইস্টার্ন সিমেন্ট লিমিটেডের সাতঘোড়া সিমেন্ট কারখানায় একটি অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়ায় অবস্থিত এ কারখানায় অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হননি।
কারখানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিব নামাজের পর সাতঘোড়া সিমেন্ট কোম্পানির মেকানিক্যাল অফিসার নূর মোহাম্মদের দ্বিতীয় তলার অফিস কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কোম্পানির শ্রমিক ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ৩০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজ ও এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান মেকানিক্যাল অফিসার নূর মোহাম্মদ।
এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শ্রমিকরা আগে থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করায় ফায়ার সার্ভিসকে তেমন একটা বেগ পেতে হয়নি। আগুনের ঘটনায় কেউ আহত হননি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।