সুবন্ধন’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন সুবন্ধন’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক শখাওয়াত উল্লাহ রিপন।

সুবন্ধনের ট্রেজারার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌস শিপন, সাংবাদিক বিশ্বজিৎ পাল, ফেরদৌস আরা, শাহাদাৎ হোসেন চৌধুরী, নাজমুল আলম সাদেকী, সাঈদ সবুজ, আজমল হোসেন, শাহ আবদুল্লাহ আল রাহাত প্রমুখ।

এসময় সুবন্ধনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরদৌস শিপনকে আহ্বায়ক, বিশ্বজিৎ পালকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠিত হয়।