চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আমিন। মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি চসিকের সদ্য সাবেক সচিব খালেদ মাহমুদকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তারি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে বদলি করা হয়। বদলি আদেশের সাতদিন পর গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব পদ থেকে অবমুক্ত হন খালেদ মাহমুদ।
পরবর্তীতে নতুন সচিব না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।