আনোয়ারায় স্ত্রীর দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীর দ্বিতীয় স্বামীর হাতে মো. আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর নতুন বাজার এলাকা থেকে আনোয়ার মিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিগত ১২-১৩ বছর আগে মৃত আনোয়ার মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত হাইলধর কাজী মাঝির বাড়ির মো. ইদ্রীস প্রকাশ হাঁচি মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন। তারপর থেকে দীর্ঘদিন তারা এলাকায় ফিরে আসেনি। সর্বশেষ কিছুদিন আগে নিজ বাড়িতে ফিরে শাহাদাত হোসেন। নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া শাহাদাতকে এলাকায় দেখে কয়েক দফা শাহাদাতের সাথে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির সময় আনোয়ারাকে খুন করার হুমকি দেন শাহাদাত। এরই জের ধরে বুধবার রাতে পার্শ্ববর্তী চুন্নাপাড়ার বাসিন্দা ফারভেজের সহযোগিতায় আনোয়ার মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে শাহাদাত।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খোকন জানান, হাইলধরে এই ধরনের ঘটনা প্রথম। আনোয়ারের প্রথম বউ পালিয়ে যাওয়ার পর সে নিঃস্ব হয়ে গিয়েছিল। পরবর্তীতে সে আবার দ্বিতীয় বিয়ে করে। অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। এমন কর্মকাণ্ড খুনি শাহাদাতের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার মিয়ার মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নিয়ে গেছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন আটক রয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।