নওফেলের পক্ষে শেখ বশিরের ইফতার সামগ্রী বিতরণ

যুব সংগঠক ও আলাদী জমাদ্দার ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী শেখ বশির আহমেদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় গতকাল শনিবার ইফতার সামগ্রী বিরতণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, জননেত্রী শেখ হাসিনা এবার রমজানে ইফতার পার্টির পরিবর্তে অসহায় ও গরীবদের মাঝে ইফতার বিতরণ করতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় অত্র এলাকার সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে যুব সংগঠক শেখ বশির আহমেদ ব্যবস্তাপনায় এই বিশাল ইফতার সামগ্রী বিতরণ, আমরা আশা রাখবো সমাজের সকল বিত্তবান এই ভাবে এগিয়ে আসলে সাধারণ মানুষ উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার।

নগর যুবলীগের সাবেক সদস্য শেখ নাছির আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,নগর যুবলীগ সাবেক সদস্য নেছার আহমদ, কাজল প্রিয় বড়ুয়া,আবদুল হান্নান, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহতাব হোসেন সাজীব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ওর্য়াড যুবলীগ আহবায়ক ইকবাল হোসেন জনি যুগ্ন আহবায়ক আবু বক্কর সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক সেবকলীগ সভাপতি শেখ মুনসুর আহমেদ, থানা ছাত্রলীগ যুগ্ম সাঃ সম্পাদক, আবদুল মাজেদ রিদুয়ান, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুল হাসান রানা, মোঃ হানিফ, মোহাম্মদ রুবেল প্রমুখ।