চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে ১৭টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কাঁচা বাজার সংলগ্ন আজাদ বিল্ডিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, মো. রিদওয়ান (২২), মো. করিম উল্লাহ্, (২৮) এবং নুর আলম (২৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তারা অভ্যাসগতভাবেই চোরাই মোবাইল নিজেদের কাছে রাখে। তাদের কাছ থেকে ১৭টি মোবাইল ও একটি নেভী ব্লু রঙের হাতব্যাগ জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।