চট্টগ্রামের কর্ণফুলীতে একটি গ্যারেজের ভেতরে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩টায় চরপাথরঘাটা (৯ নম্বর ওয়ার্ড) আল্লাহর দান গ্যারেজের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড ইছানগরের নুরুল হক ছেলে মোঃ জসিম(৩০),৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ সরংগা গ্রামের জামাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান(৩০),৯ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ সাগর(২১),৯ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামের নুর নবীর ছেলে মোঃ শাহজাহান(২৬) এবং ৬ নম্বর ওয়ার্ডের ঝিন্নাঘর বাড়ির -মোঃ শফি উল্লাহর মোঃ মহিউদ্দিন (৫৩)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, আল্লাহর দান গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহানগর আইনে প্রসিকিউশন মামলা করা হয়েছে