চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত কিশোর গ্যাং জীবন গ্রুপের ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৬ মার্চ) সদরঘাট থানার ডিটি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত অভিযুক্তদের নাম- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আব্দুল খালেকের ছেলে পারভেজ হোসেন (২৮) ও মো. মিল্লাত, নগরীর সদরঘাট থানা এলাকার শওকত আলীর ছেলে মো. শাহীন (৩২) এবং কুমিল্লার মুরাদনগর থানার রফিকুল ইসলাম (৩০)।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সদরঘাট থানার ডিটি রোড এলাকায় একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে।