ক্ষমতাধর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর
#কেনো সাংবাদিক প্রবেশ নিষেধ করব -মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী ডিপিডিসি, বনশ্রী #নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে কাজ করছি -সোহেল রানা, নিরাপত্তা কর্মী ডিপিডিসি, বনশ্রী
নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র (ডিপিডিসি)’র বনশ্রী ডিভিশনে সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার সকালে মিডিয়া অফিসের বিট পিয়ন পত্রিকা দিতে গেলে মূল ফটকে আটকে দেয় নিরাপত্তা কর্মী সোহেল রানা। এ সময় তিনি বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশেই সাংবাদিকদের প্রবেশপথ আটকে দিয়েছি।
অভিযোগ সূত্র বলছে, গত বৃহস্পতিবার সকালে মিডিয়া অফিসের বিট পিয়ন পত্রিকা দিতে গেলে তার প্রবেশপথ আটকে দেন সিকিউরিটি গার্ড সোহেল রানা। এ সময় বিট পিয়নের হাত থেকে সব পত্রিকা কেড়ে নিয়ে ফেলে দেন। এতে বাধা দিলে ওই বিট পিয়নকে হুমকি-ধামকি দেন।
এ ব্যাপারে ডিপিডিসির বনশ্রী অফিসের নিরাপত্তা কর্মী সোহেল রানা বলেন, আমি চাকরি করলে তো নির্বাহী প্রকৌশলীর কথা শুনতে হবে। তিনি তো এই অফিসের প্রধান। তাই তার নির্দেশনা ছাড়া কিছু করার সুযোগ নাই। এদিকে বনশ্রী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজকে অনিয়ম ও দুর্নীতিতে সহায়তা করছেন উপ-সহকারী প্রকৌশলী আসিফ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মকসেদ, উপ-সহকারী প্রকৌশলী আসাবুর রহমান, বনশ্রী ডিভিশনের অফিস পিয়ন ফোরকান, কম্পিউটার অপারেটর হাকিম। অভিযোগ রয়েছে, টাকা পেলেই এইচটি গ্রাহককে এলটিতে সংযোগ দিচ্ছে নির্বাহী প্রকৌশলী। যা ডিপিডিসির বিদ্যুৎ সংযোগ নিতিমালাকে প্রশ্নবিদ্ধ করছে!
উল্লেখ্য, বনশ্রীর রাজ্জাক নামের এক গ্রহককে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ৩০ লাখ টাকা ঘুষ দাবি করেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেতে ২৫ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ৬ মাস পার হলেও বিদ্যুৎ সংযোগ মেলেনি। নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে সংবাদকর্মীদের উপর ক্ষেপে যান নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ। অভিযোগ রয়েছে বিদ্যুৎ এর এই নির্বাহী প্রকৌশলীর নিজস্ব বলয় রয়েছে। কেউ তার বিরুদ্ধে কথা বললেই মামলা হামলার ভয় দেখান। তা ছাড়া কেউ বলয়ের বাইরে গেলে বিদ্যুৎ সংযোগ পায় না। হয়রানির স্বীকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
এক গ্রহক অভিযোগ করে বলেন, টাকা ছাড়া কিছু হয় না বনশ্রী ডিভিশনে। ২ কিলোওয়াট লোডের একটি নির্মাণ বিদ্যুৎ সংযোগ নিতে গুনতে হয়েছে ১৫ হাজার টাকা। এ ভাবে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ পাওয়ার সুযোগ নেই।
এ ব্যাপারে ডিপিডিসির বনশ্রী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আমি কেন সাংবাদিক প্রবেশ নিষেধ করব। কে নিষেধ করেছে তা আমার জানা নাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা কর্মী কীভাবে নির্বাহী প্রকৌশলীর বক্তব্য দেয়। তা আমার জানা নেই। এগুলো তাদের মনগড়া কথা।