আ.লীগের উপ-কমিটির সদস্য হলেন এম মনছুর আলম

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন সাবেক ছাত্রনেতা মো. মনছুর আলম।

গত ১২ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই উপ-কমিটি ঘোষণা করা হয়।

মো. মনছুর আলম চট্টগ্রাম মহানগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাসিন্দা।

মনছুর আলমকে উপ-কমিটির সদস্য করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনছুর আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিসটার মনোয়ার হোসেনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

মনছুর আলম বলেন, সুষ্ঠু ধারার রাজনীতির মূল্যায়ন হচ্ছে পদ-পদবী যা সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে নিজেকে শ্রদ্ধাশীল ও দায়িত্ববান করে তুলে।