সন্দ্বীপে ৫০০ পরিবারকে সেহরি ও ইফতার সামগ্রী দিল ইরামন ফাউন্ডেশন

চট্টগ্রামের সন্দ্বীপে ৫০০ অসহায় ও দুস্থ পরিবারকে সেহরি ও ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইরামন ফাউন্ডেশন।

সম্প্রতি দ্বীপ উপজেলাটির বিভিন্ন এলাকায় এসব সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দিবা-রাত্রি অসহায় ও দুস্থ পরিবারগুলোর কাছে সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে এই মানবিক কাজে ইরামন ফাউন্ডেশনকে সহযোগিতা করেছে আকবর হোসেন, এম কে মিশন, মো. রুস্তম, রাহাত তানভির, এমিলি ফরহাদসহ আরও অনেকে।

এছাড়া, সন্দ্বীপের ১০টি এতিমখানাকে ইফতার ও সেহরির জন্য নগদ টাকা প্রদান, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ১৫০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে এবং টাঙাইলের একটি এতিমখানার আড়াইশ ছাত্রকে পুরো রমজান ইফতার করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

ইরামন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হায়দার মুন্না বলেন, প্রতিবছর আমরা ইরামন ফাউন্ডেশনের পক্ষে সন্দ্বীপের অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামীতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।