চট্টগ্রামের রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে মো. আদিল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু আদিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবু তৈয়বের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় নিহত শিশুর মা নাস্তা তৈরি করছিলেন। দৌড়ে মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে শিশু আদিল। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার ৫দিন পর বুধবার শিশু আদিলেরর মৃত্যু হলো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাউজান থানার উপ-পরিদর্শক মো. জহির উদ্দিন বলেন, গরম তেলে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।