কর্ণফুলীতে প্রথম মহিলা অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খানকে গণ সংবর্ধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটি উদ্যোগে বাংলাদেশ সরকারের প্রথম মহিলা অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খাঁন এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় কর্ণফুলী আখতারুজ্জামান চত্বর সংলগ্ন কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ সভাপতিত্বে শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করছেন। ১৯৯৬ সালে প্রথম জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর সন্তানের ক্ষেত্রে পিতার নামের সাথে মায়ের নাম যুক্ত করেন। এখানে যারা আছেন সকলেই আপনাদের লোক, আপনাদের নেতা। আজকে যারা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।

চট্টগ্রামে অনেক অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ঢাকার সাথে তাল মিলিয়ে চট্টগ্রামেও উন্নয়ন হচ্ছে।এক পর্যায়ে প্রতিমন্ত্রী নেতৃবৃন্দ ও বিভিন্ন